সোনারগাঁয়ে র্যাবের পৃথক অভিযানে আটক ২
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র্যাব-১১-এর পৃথক দুটি অভিযানে একজন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ও এক ডাকাতদলের প্রধানসহ ২ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা ও রাতে অভিযান দুটি পরিচালনা করা হয়।র্যাব জানায়, প্রথম অভিযানে সোনারগাঁয়ের বারদী বাজার এলাকা থেকে মুন্সীগঞ্জের গজারিয়া থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরিফ হোসেনকে (২৭) আটক করা হয়। তার বিরুদ্ধে গজারিয়া থানায় যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় রয়েছে।
অন্যদিকে, রাত ১০টার দিকে সোনারগাঁয়ের ঝাউচর এলাকায় দ্বিতীয় অভিযানে একাধিক মামলার পলাতক আসামি এবং ডাকাতদলের সর্দার মামুনকে (২৫) আটক করা হয়। তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে সোনারগাঁ, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা এবং মাদক মামলা রয়েছে।
র্যাব-১১-এর কর্মকর্তারা জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মতামত দিন