নারায়াণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক শটসার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ এক মাস বয়সী শিশু ইমাম উদ্দিন চিকিৎসাধীন অবস্থায়  মারা গেছে। রোববার (২৪ আগস্ট) ভোরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। শিশুটির মৃত্যুর খবরটি বিকেলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।

এ ঘটনায় নিহত শিশুর বাবা মো. হাসান ও মা মোসা. সালমা বেগমসহ একই পরিবারের আরও সাতজন বর্তমানে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে অন্তত দু-তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইখোলা এলাকার রনি সিটি সংলগ্ন জনৈক জাকির খন্দকারের টিনসেড বাড়ির একটি ভাড়াটিয়া ঘরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসারে বিস্ফোরণ হলে ঘরের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে ঘুমিয়ে ছিলেন শিশু ইমাম উদ্দিন, তার বাবা-মা এবং পরিবারের আরও কয়েকজন। মুহূর্তেই আগুনে তাদের শরীরের কাপড়ে আগুন ধরে যায়। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে দগ্ধদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়। পরে সবার অবস্থার অবনতি হলে তাদের দ্রুত ঢাকার বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, “ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের নয়জন দগ্ধ হয়ে ছিলেন। এর মধ্যে শিশু ইমাম উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে মারা যায়। বাকিদের চিকিৎসা চলছে, তবে কয়েকজনের অবস্থা গুরুতর।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com