নারায়াণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরি মালিক-শ্রমিকদের কর্মবিরতি

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সাবেক সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি এস এম আসলামের মুক্তির দাবিতে কর্মবিরতি পালন করেছেন সিদ্ধিরগঞ্জের ট্যাংকলরি মালিক ও শ্রমিকরা।

রবিবার (২৪ আগস্ট) মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের জ্বালানি তেল উত্তোলন, পরিবেশন ও সরবরাহ বন্ধ রেখে এ কর্মসূচি পালন করা হয়।  

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিএনপি নেতা এস এম আসলামের মুক্তির দাবিতে সকাল ৮টায় কর্মবিরতি শুরু করেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ট্যাংকলরি মালিক ও শ্রমিকরা। একপর্যায়ে দুপুর ১২টার দিকে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের তৎপরতায় কর্মসূচি প্রত্যাহার করেন তাঁরা।

পরে কার্যক্রম স্বাভাবিক হয়। তবে পদ্মা অয়েল কম্পানি লিমিটেডের কার্যক্রম সকাল থেকেই স্বাভাবিক ছিল।
বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক সালাউদ্দিন বলেন, এস এম আসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে আমরা এ কর্মবিরতি ও  প্রতিবাদ সমাবেশ করেছি। দ্রুত তাঁর মুক্তি চাই।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ট্যাংকলরি শ্রমিক ফেডারেশন অর্ধদিবস কর্মবিরতির ডাক দিয়েছিল। কিছু সময় মেঘনা ডিপোর তেল লোড-আনলোড বন্ধ ছিল। পরে স্থানীয় নেতাকর্মীদের তৎপরতায় জ্বালানি তেল লোড-আনলোড ও সরবরাহ স্বাভাবিক হয়। 

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com