নারায়াণগঞ্জ

নারীকে মারধর করে তার কণ্যাকে হত্যা চেষ্টার মামলা আড়াল করতে কুচক্রী মহলের মিথ্যা অপপ্রচার

সম্প্রতি তামান্না দেওয়ান দোলা নামে এক নারীকে মারধর সহ তার মেয়েকে হত্যার উদ্দেশ্যে অপারেশনের নাটক সাজানোর মামলা থেকে রেহাই পেতে ও বাদীকে হেনস্থা করতে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে একটি পক্ষ। এ ঘটনায় মামলার বাদী সহ সংশ্লিষ্ট আইনজীবী ও সাংবাদিককে হেনস্থা করতে গত ১ সেপ্টেম্বর স্থানীয় গণমাধ্যমে ‘‘বিশেষ পেশার আড়ালে দেহব্যবসা’’ ও “সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্লাকমেইলিং’’ সংক্রান্ত একাধিক হেডলাইনে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। পরবর্তীতে এই ঘটনায় যথাযথ ডকুমেন্ট পেয়ে গণমাধ্যমগুলো তাদের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করে ও প্রতিবাদ ছাপিয়েছে। তবে এখনো সেই কুচক্রী মহল মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করার চেষ্টা করছে।

প্রকৃত সত্য হলো,  ১৫ জুলাই সোনিয়া দেওয়ান প্রীতি নামে এক নারী কর্তৃক তার ছোট বোন তামান্না দেওয়ান দোলাকে মারধর সহ দোলার মেয়েকে হত্যার উদ্দেশ্যে অপারেশনের নাটক সাজানোর অভিযোগে নারায়ণগঞ্জ আদালতে মামলা করা হয়। সেই মামলার বরাত দিয়ে ও মারধরের ভিডিও ফুটেজ দিয়ে ভয়েস অব নারায়ণগঞ্জ অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করে সেলিম আহমেদ ডালিম। এ ঘটনায় আইনি সহায়তা চাইলে সেলিম আহমেদ ডালিমের ছোট ভাই ও নারায়ণগঞ্জ জজ কোর্টে এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের আইনজীবী এড. আলী আকবর আইনি সহায়তা করেন। তবে এ ঘটনায় দুষ্কৃতীকারী একটি মহলের ইন্দনে একটি পক্ষ মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশ করানোর চেষ্টা করছে।

তাছাড়া সোনিয়া দেওয়ান প্রীতি তার ছোট বোন তামান্না দেওয়ান দোলাকে মারধর ও তার মেয়ে  তাসফিয়া রহমান ফিজাকে হত্যার উদ্দেশ্যে অপারেশনের নাটক সাজানোর ঘটনা আড়াল করতে এবং তার বিরুদ্ধে করা মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করতে নানা মিথ্যা ও বানোয়াট তথ্য উল্লেখ করে তার বাবা মো. মনির হোসেন দেওয়ানকে দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে মিথ্যা অভিযোগ দিয়েছে, যা আদৌ সত্য নয়। যেহেতু এ ঘটনায় আদালতে ভুক্তভোগী তামান্না দেওয়ান দোলা মামলা করেছে, ফলে বিষয়টি এখন আদালতে বিচারাধীন। এ অবস্থায় মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com