ফতুল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ সাধন সরকার ওরফে সাইফুল ইসলাম (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১০। (সোমবার ১ সেপ্টেম্বর) দিবাগত রাতে র্যাব-১০ এর একটি টিম ফতুল্লার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
আটককৃত সাইফুল ইসলাম ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ পানগাঁও এলাকার মধু কর্মকারের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে র্যাব। এসময় ঘটনাস্থল থেকে সাধন সরকার ওরফে সাইফুল ইসলামকে আটক করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে র্যাব। এসময় ঘটনাস্থল থেকে সাধন সরকার ওরফে সাইফুল ইসলামকে আটক করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।’
মতামত দিন