নারায়াণগঞ্জ

নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে : আদিলুর রহমান খান

শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন,  ফেব্রুয়ারীতে নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। বাংলাদেশের মানুষ সেই নির্বাচন উৎসবমুখর পরিবেশে উদযাপন করার জন্য অপেক্ষা করছে। 

রবিবার (৭সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আনন্দ শিল্পইয়ার্ড এন্ড স্লিপ ওয়েজ লিমিটেড নামের একটি জাহাজ নির্মাণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচিত সরকার জনগণের আকাঙ্খা বাস্তবায়ন করে উল্লেখ করে তিনি বলেন, জনগণের নির্বাচিত সরকার জনগণের আকাঙ্খা বাস্তাবায়ন করে। গণঅভ্যুত্থানের সরকার হিসেবে আমরা যে কাজটা শুরু করেছি, বাংলাদেশের নির্বাচিত সরকার সেটা এগিয়ে নিয়ে যাবে। এটা আমাদের বিশ্বাস। 

বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় আগামীর নির্বাচন সম্পন্ন করবেন উল্লেখ করে তিনি বলেন, গণঅভ্যুত্থান ও বিপ্লবের পর একটা সরকার জনগণের ফলশ্রুতিতে যে কাজগুলো করা দরকার, তার অনেকগুলো আমরা করতে পেরেছি বলে আমাদের বিশ্বাস। নানা প্রতিকূলতা, বিভিন্ন ঘাত ও প্রতিঘাত সহ নানা বাধা অতিক্রম করে জনগনের শক্তিতে বলিয়ান হয়ে এগিয়ে যাচ্ছি এবং সেভাবেই আমরা বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় আগামীর নির্বাচন সম্পন্ন করবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানসহ প্রতিষ্ঠানের কর্মরত কর্মচারীবৃন্দ।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com