নারায়াণগঞ্জ

শহরে স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা

নারায়ণগঞ্জ শহরে স্ত্রী-সন্তানকে হত্যার পর হাবিবুল্লাহ শিপলু(৩৫) নামে এক যুবক আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বাবুরাইল বৌ-বাজার এলাকায় একটি ভবনের ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। 

নিহত হাবিবুল্লাহ শিপলু আমের আড়তে চাকরী করতেন। অপর দুজন নিহত হলেন-  শিপলু স্ত্রী মোহিনী আক্তার মীম(২৪) ও ছেলে আফরান(৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের বাবুরাইল বউ বাজার এলাকায় জনৈক পলাশ মিয়ার ৭ তলা ভবনের ৪র্থ তলার একটি ফ্ল্যাটের দরজা ভেঙে মো. হাবিবুল্লাহ শিপলুর গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। পাশের আরেকটি কক্ষ থেকে হাবিবুল্লাহ শিপলুর স্ত্রী মোহিনী আক্তার মীম ও তার ছেলে আফরান এর মুখের উপর বালিশ চাপা দেওয়া অবস্থায় ছিল। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্র আরও জানায়, নিহত শিপলু ‘রমজান সমিতি’ নামে একটি প্রতিষ্ঠানের ম্যানেজার ছিলেন। করোনা মহামারীর সময়ে ওই সমিতি বন্ধ হয়ে যায়। পরে ওই সমিতির গ্রাহকরা সমিতির নিকট টাকা পাওয়া ছিল। এ টাকার জন্য চাপ দিতে থাকে। 

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, স্ত্রী ও সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা করে নিজে গলায় ওড়না পেচিয়ে হাবিবুল্লাহ শিপলু নামে এক যুবক আত্মহত্যা করেছে। শিপলু এক সময় একটি সমিতির (কিস্তি বিতরণকারী প্রতিষ্ঠান) ম্যানেজার ছিল। সে অনেক ঋণ করেছিল। ধারণা করা হচ্ছে, ঋণের বোঝা সইতে না পেরে সে এ ঘটনা ঘটিয়েছে। ময়নাতদন্তের পর আরও বিস্তারিত বলা সম্ভব হবে। 

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিপলু তার স্ত্রী ও সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com