আহত জুলাই যোদ্ধাকে পুনর্বাসনের লক্ষে দোকান উপহার
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আহত জুলাইযোদ্ধা গাজী সালাউদ্দিনকে পুনর্বাসনের জন্য একটি দোকান করে দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্যরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের গোদনাইল বাজার এলাকায় দোকানটি গাজী সালাউদ্দিনকে বুঝিয়ে দেন তারা।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্যরা জানান, আর্থিকভাবে অসচ্ছল জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের স্বাবলম্বী করে তুলতে ফাউন্ডেশনের উদ্যোগে এই পুনর্বাসন কার্যক্রম চলমান থাকবে।
এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বর্তমান সিইও লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর, এনসিপির নারায়ণগঞ্জ সমন্বয় কমিটির সদস্য জাবেদ আলম, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ্ আল আমিনসহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্যরা জানান, আর্থিকভাবে অসচ্ছল জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের স্বাবলম্বী করে তুলতে ফাউন্ডেশনের উদ্যোগে এই পুনর্বাসন কার্যক্রম চলমান থাকবে।
এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বর্তমান সিইও লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর, এনসিপির নারায়ণগঞ্জ সমন্বয় কমিটির সদস্য জাবেদ আলম, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ্ আল আমিনসহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
মতামত দিন