র্যাবের জালে ধরা পড়লো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটোরিকশা চালককে শ্বাসরোধে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল আউয়াল (১৯)কে গ্রেফতার করেছে র্যাব-১। শনিবার (২০ সেপ্টেম্বর) নরসিংদী জেলার মাধবদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মো. আব্দুল আউয়াল নেত্রকোনা জেলার উত্তর বিশিউড়া এলাকার মো. নওয়াব আলী ওরফে নব আলীর ছেলে।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর ধারাবাহিকতায় র্যাব-১ এর দল অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর অটোরিক্সা চালক হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুল আউয়াল কে গত ২০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫ টায় নরসিংদী জেলার মাধবদী এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত দিন