নারায়াণগঞ্জ

রোটারি ক্লাব অফ নারায়ণগঞ্জ রিভার সিটি'র উদ্যােগে অক্সিজেন মেশিন বিতরণ

বিভিন্ন সামাজিক প্রজেক্ট নিয়ে কাজ করে যাচ্ছে 'রোটারি ক্লাব অফ নারায়ণগঞ্জ রিভার সিটি। এর ধারাবাহিকতায় নগর স্বাস্থ্য কেন্দ্র ও ডায়ালাইসিস সেন্টার হসপিটালের জন্য 'রোটারি ক্লাব অফ নারায়ণগঞ্জ রিভার সিটি'র উদ্যােগে একটি অক্সিজেন জেনারেটর মেশিন বিতরণ করা হয় । এছাড়াও এক এক করে ক্লাবটির আরোও তিনটি অনুষ্ঠান "ক্লাব সমাবেশ",  "O" লেভেল পাশ করা শিক্ষার্থীর জন্য প্রাপ্তি" সম্মাননা ও একজন দরিদ্রকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে চাষাড়া ক্রাউন বাফেট রেস্টুরেন্টে 'রোটারি ক্লাব অফ নারায়ণগঞ্জ রিভার সিটি'র উদ্যােগে এ অক্সিজেন জেনারেটর মেশিন বিতরণ করা হয়।

প্রজেক্ট প্রধান ও রোটারি ক্লাব অফ নারায়ণগঞ্জ রিভার সিটি প্রেসিডেন্ট দিদার খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পি.পি ইব্রাহিম খলিল আল-জায়াদ পিনাক।

প্রধান অতিথির বক্তব্যে পি.পি ইব্রাহিম খলিল আল জায়াদ পিনাক বলেন, রোটারি ক্লাব অফ নারায়ণগঞ্জ রিভার সিটি একটি সমাজ সেবা কার্যক্রম। সকলে ঐক্যবদ্ধ হয়ে মানুষের কল্যানে কাজ করে যাওয়া। ক্লাব প্রজেক্টের আওতায় অক্সিজেন মেশিন বিতরন করা হলো আমাদের এই প্রক্রিয়া চলমান থাকবে। এসময় তিনি ক্লাবে বিভিন্ন সাংগঠনিক আলোচনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ক্লাবের চার্টার প্রেসিডেন্ট কামরুল হাসান, এক্সিকিউটিভ সেক্রেটারি ইব্রাহিম রাজু, পি.পি শফিকুল ইসলাম বাবু, ইনকাসিং প্রেসিডেন্ট এড. ধনঞ্জয় গুহ জয়, সেক্রেটারি কাজী জসিমউদ্দিন শাহিন, আই পি.পি মশিউর রহমান সাফির, ট্রেজারার মজিবুর রহমান, ফাষ্ট লেডি শাহিনা বেগমসহ প্রমুখ।

অনুষ্ঠানটির শেষাংশ ক্লাবের মেম্বার দের অংশগ্রহণে এক ব্যতিক্রমি রোটারি প্রতিযোগিতার আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com