স্ত্রী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
সোনারগাঁয়ে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শফিক মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব-১১। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার এএসপি আল মাসুদ খান।এর আগে ভোররাতে তাকে বন্দর উপজেলার দক্ষিণ লক্ষ্মণখোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মো. কুদ্দুসের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর রাতে শফিক তার স্ত্রী সখিনা বেগমকে শ্বাসরোধে হত্যা করেন। ওই সময় এ দম্পতি সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় একটি ভাড়াবাসায় থাকতেন। পরদিন নিহতের ভাই আবুল হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা করেন। ওই মামলার বিচা শেষে সম্প্রতি আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।
মতামত দিন