জাকির খানের জন্মদিন উপলক্ষ্যে স্বেচ্ছায়ে রক্তদান কর্মসূচি রোববার
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের জন্মদিন উপলক্ষ্যে স্বেচ্ছায়ে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে দেওভোগ নাগবাড়ী বিশাল কনভেনশন সেন্টারে এই আয়োজন করা হবে।
অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট রেজাউল করীম খান রেজা, আয়োজনে কাজী সাইদুর রহমান প্রিন্স ও নাজির আহমেদ সহ অসংখ্য নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত থাকবেন।
মতামত দিন