রাজনীতি

জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে যা বললেন জাকির খান

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আমি আশাবাদী, তবে এ বিষয়ে দল যে সিদ্ধান্ত নেবে আমি তা মেনে নেব। দলের সিদ্ধান্তের উর্ধ্বে কেউ না। দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ারে কখনো দলের সিদ্ধান্তের বাইরে যাইনি। নানা হয়রানি ও নির্যাতন সহ্য করে জিয়ার আদর্শের রাজনীতিকে আকড়ে ধরে দলের জন্য কাজ করে যাচ্ছি।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে দেওভোগ নাগবাড়ী বিশাল কনভেনশন সেন্টারে জাকির খানের ৫২ তম জন্মদিন উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এই আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, এই প্রথম সবাইকে নিয়ে এক সাথে জন্মদিন পালন করছি। জন্মদিনে সবাইকে কাছে পেয়ে খুব আনন্দিত। এ জন্য মহান আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। এই অনুভূতি প্রকাশ করার ভাষা আমার জানা নেই। 

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট রেজাউল করীম খান রেজা, দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি কবির খান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন, জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি নাজির আহমেদ, বিএনপি নেতা কাজী সাইদুর রহমান প্রিন্স, ছাত্রনেতা মো. নূর হানিফ, লিংকন খান, সনেট আহমেদ, মির্জা খোকন, নাসির আহমেদ, টিটু আহমেদ, মনোয়ার হোসেন মুন্না, মো. হালিম, মাসুম, শেখ সালেহ আহমেদ রনি।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ জেলা সদস্য মো. নাজমুল হক, যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সিনিয়র সদস্য হাফিজুর রহমান, প্রোগ্রাম ও মোটিভেশন অফিসার মো. শাহ রাজিউর রহমান, জেলা ইউনিট অফিসার মো. কাউসার আহমেদ সহ প্রমুখ।

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে দুই শতাধিক লোক স্বেচ্ছায় রক্তদান করেছেন। এ সময় ছাত্রদল নেতা জাকির খানের স্ত্রী আইরিন পারভীন খান, কন্যা ইহন খান ও ছেলে কারগিল খান সহ পরিবারের অন্য সদস্যরাও স্বেচ্ছায় রক্তদান করেছেন। এছাড়া জন্মদিন উপলক্ষ্যে পরে কেক কেটে দিনটি পালন করা হয়। 

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com