মানবসেবায় ফতুল্লা চষে বেড়াচ্ছেন রনি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জ-৪ আসনে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। এই আসনের নানা জনদুর্ভোগ ও ভোগান্তি দূর করতে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছুটে বেড়াচ্ছে তিনি। এছাড়া তারেক রহমানের রাষ্ট্র সংস্কারে ৩১ দফা ও ধানের শীষ মার্কা নিয়ে ফতুল্লা অঞ্চল চষে বেড়াচ্ছেন তিনি।
জানা গেছে, আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে বিএনপির মনোনয়ন চাইবেন রনি। ফতুল্লা এলাকার বাসিন্দা হওয়ায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে তার গ্রহনযোগ্যতা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বিগত সময়ে আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জে ব্যাপক সক্রিয় ছিলেন রনি। আন্দোলনে মাঠে থেকে আসনটির আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমানের রোষানলে পড়তে হয়েছে রনিকে। জেলা ছাত্রদলের সভাপতি থাকা অবস্থায় গুম হতে হয়েছিল তাকে। দলের দুঃসময়ে নারায়ণগঞ্জে বিএনপির কর্মসূচিগুলো রনির ওপর নির্ভর করেই পালিত হত। সভা সমাবেশ ও মিছিলগুলোতে রনির নেতৃত্বে যুবদল নেতাকর্মীদের ওপর ভর করেই জনসমাগম হত।
পাঁচ আগষ্টের পর থেকেই নারায়ণগঞ্জ-৪ আসনে সক্রিয় রনি। আসন পুনর্বিন্যাসের পর আটঘাট বেঁধে নেমেছেন তিনি। ফতুল্লার বিভিন্ন ইউনিয়নে নিয়মিত গণসংযোগ করছেন রনি। জনগণের নানা সমস্যা ও ভোগান্তির কথা শুনছেন। এমনকি জনগণের নানা সমস্যায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যুবদল নেতা রনি। এতে করে এই আসনে তার বেশ গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
জানা গেছে, পঞ্চবটি থেকে বক্তাবলী সড়কের মুসলিমনগর দক্ষিণপাড়া জমজম জামে মসজিদের সামনের অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। সড়কের আরসিসি ঢালাই ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়। বৃষ্টির পানি ও ড্রেনের ময়লায় সড়কটি প্রায়ই ডুবে যেতো, ফলে ছোট-বড় যানবাহন উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটতো নিয়মিত। এতে ভোগান্তিতে পড়তেন এলাকাবাসী। অবশেষে ব্যক্তিগত উদ্যোগে সড়কটি সংস্কার করে লাখো মানুষের দুর্ভোগ লাঘব করলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। গত শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে দোয়ার মাধ্যমে সংস্কারকৃত অংশটি উদ্বোধন করা হয়।
এছাড়া ফতুল্লার ডিএনডি এলাকার প্রায় ২০টি এলাকার সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় মানুষ চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এসব এলাকা গুলো জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ব্যক্তিগত ভাবে খাল পরিষ্কারের ব্যবস্থা উদ্যোগ নিয়েছেন। এ ঘটনায় গত ৯ আগস্ট ডিএনডি এলাকার জলাবদ্ধতার শিকার বিভিন্ন খাল পরিদর্শন করেন তিনি। পরে ১০ আগস্ট থেকে ভেকু ব্যবহার করে খালের দখল হয়ে থাকা অংশগুলো উদ্ধার এবং পরিষ্কার করার ঘোষণা দেন তিনি।
এ বিষয়ে মশিউর রহমান রনি বলেন, আমি মানুষের জন্য কাজ করতে চাই। জনসেবা করে আমি জনগণের মাঝে বেঁচে থাকতে চাই। এ জন্য জনদুর্ভোগ লাগব করতে নানা উদ্যোগ গ্রহণ করেছি। আর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দল যাবে মনোনয়ন দিবে আমি তার পক্ষে কাজ করবো। তবে আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দিবে। যদি দল আমাকে মনোনয়ন দেয়, তাহলে এই আসনে ধানের শীষকে বিজয়ী করবো ইনশাআল্লাহ।
মতামত দিন