রাজনীতি

মনোনয়নপ্রত্যাশী মাসুদুজ্জামানকে মুক্তিযোদ্ধাদের সমর্থন

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদকে সমর্থন জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সমর্থন ঘোষণা করা হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক ও বিএনপির সাবেক সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪) মোহাম্মদ আলী।  

সভায় মাসুদুজ্জামান মাসুদ বলেন, “মুক্তিযোদ্ধারা জাতির গর্ব। কিন্তু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাস কুক্ষিগত করে নিজেদের সুবিধামতো বিকৃত করেছে। তারা মুক্তিযোদ্ধাদের ব্যবহার করেছে রাজনৈতিক হাতিয়ার হিসেবে, অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপিই তাদের প্রকৃত সম্মান ফিরিয়ে দিয়েছে।”

তিনি আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণা দেননি, সম্মুখ যুদ্ধে নেতৃত্ব দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা করেছেন। তাঁর ভূমিকা অনন্য ও অমর। শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করে একদলীয় শাসন কায়েম করেছিলেন, আর জিয়াউর রহমান দেশে গণতন্ত্র, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও বহুদলীয় রাজনীতি ফিরিয়ে আনেন। তিনি আধুনিক ও স্বাধীনচেতা বাংলাদেশের স্থপতি।”

তিনি বলেন, “২০২৪ সালের আন্দোলন প্রমাণ করেছে, আমরা অন্যায়ের কাছে মাথা নত করি না। অনেকেই সেই আন্দোলনকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলেন, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ একবারই হয়েছে—১৯৭১ সালে, যার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজ মুক্তিযোদ্ধারা আবারও আমাদের সন্তানদের পাশে দাঁড়িয়েছেন। জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে গড়ে তুলবো ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও আত্মনির্ভর বাংলাদেশ।”

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, “নারায়ণগঞ্জের মানুষ মাসুদুজ্জামানের মতো একনিষ্ঠ ও ন্যায়পরায়ণ সমাজসেবককে পেতে চায়।” তার বক্তব্যের পর উপস্থিত মুক্তিযোদ্ধারা হাত তুলে মাসুদুজ্জামান মাসুদকে সমর্থন জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. নূর আলম মিয়া, বন্দর থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জসিম উদ্দিন তোতা, সদর উপজেলা ইউনিটের আহ্বায়ক নূর হোসেন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নূর ইসলাম সরদার, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, এবং “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের সভাপতি নূরুদ্দীন আহমেদসহ প্রমুখ।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com