রাজনীতি

শতাধিক অন্ধদের মাঝে সাদা ছড়ি বিতরণ করলেন রনি

বিশ্ব সাদা ছড়ি দিবস উপলক্ষে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা প্রচারণার অংশ হিসেবে অন্ধদের মাঝে সাদা ছড়ি বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির জেলা শাখার উদ্যোগে এই আয়োজন করা হয়। 

এ সময় অ্যাডভোকেট মঈনুদ্দিন মিয়ার সভাপতিত্বে সাদা ছড়ি বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। 

প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান রনি বলেন, আপনারা যারা অন্ধ চোখে দেখতে পারেন না, আপনাদের যাবতীয় প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের সার্বিক সহযোগিতার ব্যবস্থা করবেন। ইতিমধ্যে জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় সকল সংস্কার তুলে ধরেছেন। আমরা সেই ঘোষিত ৩১ দফা মেরামতের প্রচারণা চালিয়ে আসতেছি। আপনাদের মাঝে যারা চাকুরী করতে ইচ্ছুক তাদের যোগ্যতা অনুযায়ী চাকুরির ব্যবস্থা করে দেওয়া হবে।

উপস্থিত সকলের মাঝে একজন মাস্টার্স কমপ্লিট করা অন্ধ প্রতিবন্ধী মেয়ে চাকুরী জন্য ইচ্ছা প্রকাশ করলে মশিউর রহমান রনি খুব দ্রুত তাকে চাকুরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন ও উপস্থিত সকল অন্ধ প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি বিতরণ করেন।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এস.এম গালিব, হাজী মো. শহীদুল্লাহ, আমীর হোসেন বুলু ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ প্রমুখ।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com