প্রধান খবর

ফতুল্লায় ইজিবাইক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় মমিন (৩০) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ফতুল্লার পঞ্চবটি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মমিন ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার জালাল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে চারজন যুবক মমিনের মরদেহ নিয়ে তার বাড়িতে আসে। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে মারধরের  আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়। এতে সন্দেহ হলে স্থানীয়রা ওই চার যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।

নিহতের স্বজনরা অভিযোগ করেন, মমিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের বিচার চাই।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, নিহতের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com