শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন দিদার খন্দকার
রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির উদ্যোগে নারায়ণগঞ্জের শেরে বাংলা স্কুলের শতাধিক শিক্ষার্থীদের স্কুল ব্যাগ প্রদান করেন সংগঠনের প্রেসিডেন্ট দিদার খন্দকার। সেই সাথে মেধাবী শিক্ষার্থীদের ভর্তির খরচ সহ আর্থিক সহায়তা করার ঘোষণা দেন তিনি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এই স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
সংগঠনের প্রেসিডেন্ট দিদার খন্দকার বলেন, পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার সময় যে তিন শিক্ষার্থী সর্বোচ্চ নম্বর অর্জন করবে, তাদের সম্পূর্ণ খরচ তিনি ব্যক্তিগতভাবে বহন করবেন।
তিনি আরও বলেন, এই উদ্যোগটি মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা অর্জনের পথে আর্থিক বাধা দূর করতে সহায়তা করবে এবং তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা তৈরি করবে। তিনি আশা প্রকাশ করেন, আজকের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের সম্পদ হয়ে উঠবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন চার্টার্ড প্রেসিডেন্ট কামরুল হাসান, প্রজেক্ট চেয়ার এক্সিকিউটিভ সেক্রেটারি ইব্রাহিম রাজু, সাবেক প্রেসিডেন্ট শফিকুল ইসলাম বাবু, জয়েন্ট সেক্রোটারি আবু নুর মোহাম্মদ সিদ্দিক নুর, এডভোকেট ধনঞ্জয় গুহ জয়, সেক্রেটারি কাজী শাহীন, রোটারিয়ান মিঠু আহমেদ, রোটারিয়ান মজিবুর রহমান মজিব, রোটারিশান হাজী শফিউদ্দিন সোহেল এবং রোটারিয়ান রিশাদ হোসেন, বিদ্যালয়ের সহ-সভাপতি মামুন প্রধান সহ প্রমুখ।
মতামত দিন