প্রকাশিত সংবাদে প্রতিবাদ
আমি কাজী ইমরুল কায়েস আমি একজন স্বনামধন্য রপ্তানি কারক গার্মেন্টস ব্যবসায়ী এবং বাংলাদেশ সরকারের স্বর্ণপদক প্রাপ্ত একজন শুটার। এই মর্মে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি যে।
প্রকাশিত সংবাদ ২৬/৮/২০২৩ তারিখে বহুল প্রচারিত দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকায় নারায়ণগঞ্জ রেলওয়ে জমির দখলে শিরোনামের "মাঝখানে সংবাদের রেলের জায়গা দখল করে মার্কেট নির্মাণ করছে ইমরুল কায়েস যা সম্পূর্ণ মিথ্যা।প্রকৃত ঘটনা আমার বাড়ির সাথে দোকান নির্মাণের জায়গা আমাদের নিজের। বর্তমানে নির্মাণ কাজ চলাকালে মৃত নেছার আহমেদ জৈনপুরীর নামে রেলওয়ের লিজকৃত মালিক দেখাইয়া তাদের কথিত মুরিদ মনজুরুল করিম নামে এক ব্যক্তিকে বাদী করিয়া ১৪৫ দ্বারা নিষেধাজ্ঞার মামলা করে। যা ইতিমধ্যে সিদ্ধিরগঞ্জ থানার এস আই ইয়াউর তদন্ত প্রতিবেদন উল্লেখ করেন। মৃত নেছার উদ্দিন জৈন পুরীর নামে কোন রেলের সম্পত্তি পাঠান তুলিতে লিজ নাই। বর্তমানে জায়গার সত্যতা প্রমাণ করতে না পারিয়া উল্লেখিত বাদী গংরা সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে উদোর পিন্ডি বুদুর গারে চাপিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত। এবং আমরা মনে করি এ ধরনের সংবাদ বিক্রিত মস্তিষ্কের রক্তাক্ত আভা। তাই এ ধরনের মিথ্যা ভূমেরাং কাল্পনিক বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত সামাজিকভাবে হেয় প্রতিপন্ন সৃষ্টিকারী সংবাদের জোর নিন্দা প্রতিবাদ জানাই। ভবিষ্যতে এ ধরনের মিথ্যা সংবাদের জন্য আমরা আদালতের আশ্রয় নিতে বাধ্য আমি কাজী ইমরুল কায়েস।
মতামত দিন