রাজনীতি

আওয়ামী লীগের হরতালে সাড়া দেয়নি নারায়ণগঞ্জবাসী

আওয়ামী লীগের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের নারায়ণগঞ্জে কোনো প্রভাব দেখা যায়নি। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিনভর নগরীর সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক ছিল এবং সাধারণ মানুষের মাঝে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখা যায়নি।

সরেজমিনে দেখা গেছে, চাষাঢ়া, বঙ্গবন্ধু সড়ক, খানপুর, পঞ্চবটি ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যানবাহনের স্বাভাবিক চলাচল ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুপুরের দিকে চাষাঢ়া এলাকায় পুলিশের টহল লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, রূপগঞ্জ উপজেলার ঠিকানা দিয়ে একটি রাতের মশাল মিছিলের ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে ১০-১২ জন কর্মী হরতালের সমর্থনে স্লোগান দিচ্ছেন। তবে ভিডিওতে স্পষ্টভাবে জায়গা শনাক্ত করা যায়নি।

অন্য আরেকটি ভিডিওতে বলা হয়েছে, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে মশাল মিছিল হয়েছে। সেখানে প্রায় ১৫ জন কর্মীকে দেখা গেলেও কারও মুখ পরিষ্কারভাবে চেনা যায়নি।

এ বিষয়ে নগরবাসী বলেন, আওয়ামী লীগের যারা আবার মাঠে নামতে চায়, তাদের আইনের আওতায় আনা উচিত।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com