নারায়াণগঞ্জ

জিমখানা খেলার মাঠটি ‘‘শহীদ সিপাহী আলী আকবর’’ নামকরণের দাবি

নারায়ণগঞ্জ শহরের জিমখানা খেলার মাঠটি ‘‘শহীদ সিপাহী আলী আকবর’’ নামকরণের দাবি জানিয়ে আসছেন তার হাজী এ কে এম ফজলুল হক। দীর্ঘ প্রায় ৮ বছর ধরে তিনি বিভিন্ন দপ্তরে দপ্তরে এই দাবি জানিয়েছেন। 

হাজী এ কে এম ফজলুল হক শহীদ সিপাহী আলী আকবরের ভাতিজা। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা চাঁদমারী এলাকায় বসবাস করেন। 

জিমখানা খেলার মাঠটি ‘‘শহীদ সিপাহী আলী আকবর’’ নামকরণের দাবি জানিয়ে তিনি বলেন, আমার চাচা শহীদ সিপাহী আলী আকবর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ডাকে সাড়া দিয়ে ভারতে গিয়ে ১১ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট এস. ফোর্স এ প্রশিক্ষণ নিয়ে যুদ্ধক্ষেত্রে ঝাপিয়ে পড়ে। যুদ্ধচলকালীন সময়ে ১৩ ডিসেম্বর নরসিংদী জেলার আলীজান জুট মিল সংলগ্ন এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে তিনি শহীদ হন। ওই এলাকার মসজিদের পার্শ্বে তাকে সহযোদ্ধারা সমাহিত করেন। নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শহীদ সিপাহী আলী আকবর এর নাম রয়েছে। তার এই অবদান চিরস্মরণীয় করে রাখার জন্য এবং মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করার জন্য শহরের জিমখানা খেলার মাঠটি “শহীদ সিপাহী আলী আকবর ষ্টেডিয়াম” নামে নামকরণের দাবি জানিয়ে আসছি। 

তিনি আরও বলেন, বিগত ২০১৭ সালে এই দাবি জানিয়ে তৎকালনী মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আবেদন করেছি। ওই সময়ের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের কাছে লিখিত আবেদন করলে তিনি বিষয়টি বিবেচনা করার জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর কাছে পাঠান। এরপর মেয়র আইভীর সাথে একাধিকবার সাক্ষাৎ করেও কোন ফল পাওয়া যায়নি। সর্বশেষ গত ৫ আগস্টের পরে ডা. সেলিনা হায়াৎ আইভীকে মেয়রের পদ থেকে অপসারণ করা হলে ফের সিটি করপোরেশনে যাই। সেখানে ফের লিখিতভাবে জানানো হয়েছে। তবুও এখন পর্যন্ত কোন উদ্যোগ দৃশ্যমান হচ্ছেনা। এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। 

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com