সোনারগাঁয়ে নারীকে গণধর্ষণের মামলায় যুবক গ্রেফতার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক নারীকে(৪০) গাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনায় মো. অয়ন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার (১১ মার্চ) মুন্সিগঞ্জ জেলার গজারিয়া বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. অয়ন (২২) সোনারগাঁ উপজেলার পিরোজপুরের মো. হালিম মিয়ার ছেলে। ভুক্তভোগী ওই নারী মুন্সিগঞ্জের গজারিয়া থানার বাসিন্দা এবং পেশায় বাবুর্চির সহকারী।
বুধবার (১২ মার্চ) র্যাব ১১-এর স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব কর্মকর্তা মো. ইশতিয়াক হোসাইন বলেন, গত ২৫ ফেব্রুয়ারি অসুস্থ বোনকে দেখতে ওই ভুক্তভোগী নারী তার দেবরকে সাথে নিয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকার একটি হাসপাতালে যান। তারা বাড়ি ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে সোনারগাঁয়ের চিলারবাগ গ্রামের রাস্তার ফাঁকা জায়গায় পৌঁছালে সজীব, হাসান, অয়নসহ কমপক্ষে আটজন তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার পথ অবরোধ করে। এরপর তারা ওই নারী ও তার দেবরকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে আনে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটের দিকে সোনারগাঁয়ের দৈলেরবাগ বড়বাড়ী গ্রামের মৃত লাল মিয়ার পরিত্যক্ত টিনসেড ঘরের ভেতরে আটকে রেখে ওই নারীর দেবরকে বেধড়ক মারধর করে এবং সাথে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় তারা ওই নারীর তিন আনা ওজনের স্বর্ণের কানের দুলও নিয়ে নেয় ৷ এরপর অভিযুক্ত সজীব, হাসান, অয়নসহ আটজন মিলে ওই নারীকে গণধর্ষণ করে। পরে ভুক্তভোগী ওই নারী ও তার দেবরকে পরিত্যক্ত ঘর থেকে বের করে দেয়৷
র্যাব জানায়, গণধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে সোনারগাঁ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এদিকে আসামিদের গ্রেফতারের লক্ষে র্যাব-১১ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এর ভিত্তিতে এজাহারনামীয় আসামি মো. অয়নকে গত ১১ মার্চ মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন গজারিয়া বাসস্ট্যান্ড এলাকা হতে গ্রেফতার করে র্যাব। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য তাকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
মতামত দিন