নারায়াণগঞ্জ

বন্দরে ব্রহ্মপুত্র নদে ভাসছিল যুবকের হাত-পা বাঁধা লাশ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অজ্ঞাত পরিচয়ে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক সামসুল হক পাটোয়ারী বলেন, হাত-পা বাঁধা মরদেহটি ব্রহ্মপুত্র নদের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহটি ব্রহ্মপুত্র নদে ফেলে যায়। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com