নারায়াণগঞ্জ

রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ কিশোর আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ বায়েজিদ (১৪) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাতে কর্ণগোপ এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত বায়েজিদ কিশোরগঞ্জের করিমগঞ্জের মানিকপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। সে বর্তমানে রূপগঞ্জের কর্ণগোপ এলাকার শফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া।

জানা গেছে, দিবাগত রাতে উপজেলার কর্ণগোপ এলাকার তানভীরের পুকুরের দক্ষিণ পাশে গাজীর পাইপ ফ্যাক্টরি থেকে গন্ধর্বপুরগামী পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে বায়েজিদ নামে এক কিশোরকে তল্লাশি করা হয়। এ সময় তার কোমরে গোজা অবস্থায় একটি রিভলবার ও পকেট থেকে একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন,
 রোববার দুপুরে আটক বায়েজিদকে অস্ত্র আইনে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com