নারায়াণগঞ্জ

পরিবেশ দূষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে বায়ুদূষণকারী দুই প্রতিষ্ঠানকে আড়াইলাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (১০ এপ্রিল) পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। 

অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন প্রসিকিউশন প্রদান করেন।

অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ৮(ক) ধারা লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা অনুযায়ী দুইটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। অভিযানে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার মোহাম্মদী স্টিল মিলস লিমিটেডকে পঞ্চাশ হাজার টাকা এবং রূপগঞ্জের তারাবো এলাকার জিউজো ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেডকে দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নারায়ণগঞ্জে পরিবেশ দূষণকারী কারখানা ও প্রকল্পগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com