রাজনীতি

জাকির খানের মুক্তিতে জেলাজুড়ে সরগরম, নেতাকর্মীদের নানা আয়োজন

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান রোববার সকালে জেলা কারগার থেকে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে যাচ্ছেন। তার মুক্তি উপলক্ষ্যে পুরো জেলায় তার নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

জানা গেছে, চারটি হত্যা মামলাসহ মোট ৩৩টি মামলার আসামি ছিলেন জাকির খান। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র‌্যাব-১১ এর একটি অভিযানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পান তিনি। চলতি বছরের ৭ জানুয়ারি সাব্বির আলম হত্যা মামলার রায়ে তিনি এবং মামলার অন্য আসামিরা খালাস পান। তবে এতোদিন তিনি কারাগারে ছিলেন। 

সাব্বির আলম হত্যা মামলায় খালাস পাওয়ার পরে জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রাজিব মন্ডল জানান, “জাকির খানের বিরুদ্ধে ৩৩টি মামলা ছিল। এরমধ্যে ৩০টিতে তিনি খালাস পেয়েছেন। বাকি দুটি মামলায় জামিনে আছেন। আদালতের কাগজপত্র কারাগারে পৌঁছেছে, তাই তার মুক্তিতে আর কোনো বাধা নেই।”

এ বিষয়ে জাকির খানের অনুসারী ও জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক নেতা দিদার খন্দকার বলেন, ‘জাকির খানের মুক্তির খবরে দলের নেতাকর্মীরা সবাই খুশি। কাল তিনি কারামুক্ত হলে আমরা সবাই তাকে বরণ করে নেব। নারায়ণগঞ্জের উন্নয়নে আগামীতে তাকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই। আমরা তাকে নিয়ে বিশাল মিছিল বের করবো ও জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবো।

জানা গেছে, জাকির খানের মুক্তির খবরে তার অনুসারী ও নেতাকমীরা বিশাল মিছিল নিয়ে নারায়ণগঞ্জ কারগারের সামনে জড় হবেন। ফুল ও মালা নিয়ে তাকে বরণ করে নেওয়ার প্রস্তুতি রয়েছে। আবার সে হিসেবে অনেকে নানা প্রস্তুতি গ্রহণ করেছেন।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com