নারায়াণগঞ্জ

জামায়াতের আহ্বানে ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের উদ্যোগ

নারায়ণগঞ্জের ফতুল্লার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলা জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নিয়েছেন প্রশাসন। বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে কালিয়ানি খাল পরিষ্কারের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। এ খালটি ওই এলাকার পানি নিষ্কাশনের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে বিবেচিত।

স্থানীয়রা জানান, ফতুল্লার এনায়েতনগর, কাশীপুর ও মুসলিমনগরসহ বিভিন্ন এলাকায় প্রায় সারা বছরই জলাবদ্ধতা লেগে থাকে। বর্ষা মৌসুমে সমস্যা প্রকট আকার ধারণ করে। এতে এলাকার বাসিন্দারা নানা ধরনের দুর্ভোগে পড়েন।

জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের বিভিন্ন দপ্তরে দাবি জানিয়ে আসছিল নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী ও ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের নেতারা।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার বলেন, “আমরা এলাকাবাসীর পক্ষ থেকে জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরি। তারা আমাদের দাবির পরিপ্রেক্ষিতে কালিয়ানি খাল পরিষ্কারের কাজ শুরু করেছেন। এ উদ্যোগের জন্য আমরা কৃতজ্ঞতা জানাই।”

তিনি আরও বলেন, “এই উদ্যোগ সাময়িক সমস্যার সমাধান করলেও স্থায়ী সমাধানের জন্য সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন জরুরি।”

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, “জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের কষ্টের বিষয়টি আমাদের জানানো হয়েছিল। দ্রুত ব্যবস্থা নিয়ে খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কিছু এলাকার জলাবদ্ধতা অনেকটাই কমে এসেছে।”

তিনি আরও বলেন, “জামায়াতের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সাথেও যোগাযোগ করেছিলেন। তারা সমস্যাটি সুস্পষ্টভাবে উপস্থাপন করতে পেরেছেন, যার ফলে আমরা দ্রুত পদক্ষেপ নিতে পেরেছি।”

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com