র্যাবের জালে ধরা পড়লো যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হত্যার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল লতিফকে গ্রেফতার করেছে র্যাব-১। মঙ্গলবার রাতে গাজীপুরের বোটবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত লতিফ (৪৪) নেত্রকোনার উত্তর বিশিউড়া এলাকার সরোজ আলীর ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, গত ১১ মার্চ নারায়ণগঞ্জ রূপগঞ্জে অটোচালক হাদী দাউদ হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অন্য ধারায় তাদের তিনজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন নেত্রকোনার উত্তর বিশিউড়ার সরোজ আলীর ছেলে লতিফ (৪৪), তার ভাই রতন (৪০), একই এলাকার নওয়াব আলীর ছেলে আবদুল আউয়াল (৩৯) ও বরিশালের বাবুগঞ্জের শহীদুল আলম (৫০)। রায় ঘোষণার সময় এদের মধ্যে শহীদুল আলম ছাড়া অন্যরা পলাতক ছিলেন।
অটোচালক হত্যার ঘটনার বর্ণনা দিয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সামছুল আরেফিন টুটুল বলেন, ২০০৫ সালে রূপগঞ্জের আদুরিয়ায় আসামিরা যোগসাজশে হাদী দাউকেকে নেশাজাতীয় ট্যাবলেট খাইয়ে হত্যার পর লাশ গুমের চেষ্টা করেন। তাদের আচরণে স্থানীয়দের সন্দেহ হলে আটক করে পুলিশে দেন। পরে মামলা হলে আদালত বিচারকার্যক্রম শেষে এই রায় দিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল লতিফকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
মতামত দিন