Box-3

ডেঙ্গু প্রতিরোধে ও জিউস পুকুর সংস্কারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ শহরে ডেঙ্গু প্রতিরোধ ও জিউস পুকুর সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে শহরবাসী সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে সিটি করপোরেশনের নগর ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়। 

এ অবস্থায় পুকুরটি দ্রুত পরিষ্কার ও সংস্কারের দাবিতে সিটি করপোরেশন প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ শহরের ১৪ নং ওয়ার্ডে অবস্থিত জিউস পুকুর এখন ভূমিদস্যুদের দখলে রয়েছে। অবৈধ দখলদাররা ধীরে ধীরে পুকুরটিকে ময়লার ভাগাড়ে পরিণত করছে। এতে পুকুরটি মানুষের ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। যার ফলে পুকুরটি এখন ডেঙ্গু বাহিত এডিস মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। অত্র এলাকার বিদ্যানিকেতন হাই স্কুলের ৪ জন শিক্ষার্থী সহ ২৫-৩০ জন নাগরিক ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। প্রতিদিন এই আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। শহরের ১৪ নং ওয়ার্ডে অবস্থিত জিউস পুকুর ও তার আশেপাশের এলাকাগুলোকে ডেঙ্গু রোগের রেড জোন হিসেবে চিহ্নত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে এই ডেঙ্গুর হাত থেকে রক্ষা পেতে জিউস পুকুর ও তার আশেপাশের নর্দমা-ড্রেন পরিষ্কারের দাবি তোলা হয়। 

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর জেলা কমিটির সাবেক সভাপতি এ বি সিদ্দিক বলেন, সিটি করপোরেশন জিউস পুকুর সংস্কারের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি। এই পুকুর নিয়ে কোন মামলা বা জটিলতা থাকলে তা ভবিষ্যতে সুরাহা করা যাবে। কিন্তু পুকুর পরিষ্কার বা সংস্কারের সাথে কোন আপোষ করা যাবে না। জনস্বার্থে সিটি করপোরেশনকে এ কাজ করতে হবে। আর জিউস পুকুর সংস্কার করলে আশা করি, এই ওয়ার্ডের ডেঙ্গু সমস্যা অনেকাংশে কমে আসবে।

নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, শুধু নারায়ণগঞ্জে নয় সারা বাংলাদেশে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। এতে শত শত মানুষ ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন। আমাদের নারায়ণগঞ্জেও অনেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

তিনি আরও বলেন, জিউস পুকুরে ময়লা আবর্জনা জমে নানা রোগ বাসা বাধছে। এর পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা অনেক বেড়েছে। বিভিন্ন এলাকায় অনেক লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে। সুতরাং জিউস পুকুর পুনরুদ্ধার করতে হবে ও সংস্কার করতে হবে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর জিয়া পরিষদের আহ্বায়ক মেহেদী হাসান লিটন, মহানগর জিয়া পরিষদের সদস্য সচিব মির্জা মনিরুজ্জামান খোকন, সদর থানা জিয়া পরিষদের সেক্রেটারী ফয়েজ আহমেদ, মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. আলামিন খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি নাজির আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হোসেন রাজ, সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ নূর হানিফ সহ প্রমুখ। 

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com