কাল ঈদ, ঈদের জামাতের জন্য প্রস্তুত ঈদগাহ
দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। নারায়ণগঞ্জে ঈদ উল ফিতরের নামাজ আদায়ের জন্য শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রস্তুতি চলছে। ইতিমধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে ঈদের জামাতের জন্য প্যান্ডেল নির্মাণের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এছাড়াও ঈদ উপলক্ষে মাঠে ধুয়ে মুছে পরিষ্কার করা ও সাজসজ্জার আয়োজন করা হয়েছে।প্রতি বছরের মত এবারও দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতটি হবে সকাল আটটায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায়। ঈদের প্রথম জামাতে ইমামতি করবেন দেওভোগ জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু তাহের জিহাদী এবং দ্বিতীয় জামাতের ইমামতি করবেন আমলাপাড়ার জামিয়া আশাফিয়া রহমতুল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদির।
এদিকে ঈদের আগে শহরজুড়ে ঈদের জামাতের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচারণাও চালানোর উদ্যোগ নেয়া হয়েছে। ময়দানে ঈদের জামায়াতের প্যান্ডেল তৈরি হলে শিঘ্রই মাঠ পরিষ্কার করে ধুয়ে মুছে তৈরি করা হবে। এছাড়াও মাঠের বাইরে ও ভেতরে দেয়াল নতুন রং করে সাজানোর ব্যাবস্থা করা হবে। ময়দানের আশেপাশের এলাকায় রঙিন পতাকা টানিয়ে সাজানো হবে।
এছাড়াও ঈদের জামাতের সময় মুসল্লীদের প্রাথমিক স্বাস্থ্য সেবা দেয়ার জন্য মেডিকেল টিম ও এম্বুলেন্স, আইনশৃঙ্খলা ও যানচলাচল নিয়ন্ত্রণ করতে জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগকে সার্বিক নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও মাঠে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ২০ জন রোভার স্কাউট ও ২০ জন মাদ্রাসার স্বেচ্ছাসেবক রাখার নির্দেশ দেন জেলা প্রশাসক।
মতামত দিন